এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে তৈয়বুর রহমানের পরিচালনায় কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সময়ের কাগজের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।[the_ad id=”31184″] বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় হরিণাকুণ্ডু প্রেসক্লাব সম্মেলন কক্ষে সময়ের কাগজের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান বাদল এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,সহ সভাপতি আনন্দ টিভি হরিণাকুণ্ডু প্রতিনিধি জাফিরুল ইসলাম,সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু, অন্যদৃষ্টি নিউজ পোর্টালের বার্তা সম্পাদক এবং হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এম.শহিদুল ইসলাম(টুকু),সময়ের কাগজ ভ্রম্যমান প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এল বি লিটন সহ প্রেসক্লাব,যুগ্ন সম্পাদক বিপ্লব হোসেন,রুবেল হোসেন,রাব্বুল হোসেন, সহ অন্নান্য নেতৃবৃন্দ।