মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরে ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় মালামালসহ যশোর-ট-১১-৩১১৪ নম্বারের একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। এসব মালামারের মধ্যে রয়েছে ৩৬৩০ পিস ভারতীয় উন্নত মানের কাতান শাড়ী, ১৭১৫ পিস লেহেঙ্গা, ৪৮০ পিস ওড়না, ১২৭৩ কেজি ফেব্রিকস, ৪৭ কেজি লিডইন ওয়ার, ৮৯ কেজি তালা, ৬০ কেজি ড্রেস হুক, ০২টি সুইং মেশিন এবং ২০ কেজি মোটরসহ ০১ টি কাভার্ড ভ্যান আটক করা হয়। আটককৃত মালমালের সিজার মূল্য প্রায় তিন কোটি তেতাল্লিশ লক্ষ বাহাত্তর হাজার টাকা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের পুলেরহাট নামক স্থান থেকে এসব মামলামালসহ কাভার্ড ভ্যানটি আটক করে বিজিবি। তবে এসব অবৈধ্য মালমাল পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বিজিবি কাভার্ড ভ্যানটি ধাওয়া করে। এসময়ে চালক যশোর সদর উপজেলার পুলেরহাট নামক স্থানে মালামাল বোঝায় কাভার্ড ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে যশোর বিজিবি ব্যাটেলিয়নে নিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় মালামালসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তবে এক দিন পেরিয়ে গেলেও কোন ব্যক্তি মালামালের কোন বৈধ্য কাগজপত্র দেখাতে না পারায় আটক দুপুরে শুল্ক গোডাউনে জমা করা হয়েছে বলে তিনি জানান।