গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিম পাড়া ৪নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পোনে তিনটার সময় তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন সরকার চেয়ারম্যান, তেলিহাটি ইউনিয়ন পরিষদ। ও সাধারণ সম্পাদক লিয়াকত ফকির মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার আইনুল হক, জমিদাতা মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ, মসজিদের সভাপতি মোঃ মাহাবুব আলম সরকারি কর্মকর্তা, সহ-সভাপতি সানোয়ার হোসেন সেক্রেটারি মোঃ রায়হান, ও কেশিয়ার মোঃ ফজলুল হক। মসজিদ নির্মাণের সময় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন হয়।