শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা ধনুয়া গ্রামে (২৬ শে ডিসেম্বর) বৃহস্পতিবার পীরজাদা পাঁচাই মাদবর (রা:) বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। পাঁচাই মাদবর (রা:) এর বাৎসরিক ওরস মোবারকে প্রধান অতিথি জনাব মোঃ মাহতাব উদ্দিন ভাইস-চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ,
প্রধান আলোচক, জনাব মোঃ নাজমুল হক মজনু শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ করম আলী (মেম্বার) ৫নং ওয়ার্ড গাজীপুর ইউনিয়ন পরিষদ, উদ্বোধক জনাব আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ডিবিএল সিরামিকস, সভাপতি, জনাব আব্দুল লতিফ শিকদার ২নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ,
উপস্থাপনায় জনাব হোসাইন মোহাম্মদ এরশাদ যুগ্মসাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন যুবলীগ, ওরশ পরিচালনায় জনাব মোহাম্মদ আবদুল লতিফ সিদ্দিকী সাবেক সহ-সভাপতি গাজীপুর ইউনিয়ন কৃষকলীগ।
পীরজাদা পাঁচাই এর বাৎসরিক ওরস শরীফে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে ভক্তরা। ভক্তরা এসে প্রথমে এলাকাবাসীকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। পরে রাত ১০টার থেকে শুরু হয় বাউল গান সেই বাউল গানে একটি পালা দেওয়া হয় সেটি হল বেলায়াত ও নবুয়াত গানে গানে মুগ্ধ হয়ে সারারাত ব্যাপি কান্নাই দুচোখ ভরে জল ফেলেন ভক্তরা।