আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ড জি কে সেচ খালের উভয় পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো শেষ হতে না হতে এস ও আলমগীর হোসেনের মৌখিক নির্দেশে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যেরবিভিন্ন জাতের গাছকর্তন করে ওয়াদা কলোনির ভিতরে রাখা হয়েছে।জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আনা নন্দধাম সহ কালিদাস পুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার জি কে সেচ খালের উভয় পাড়ের অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার কয়েক দিনের মাথায় সেচ খালের এস ওর মৌখিক নির্দেশে সেচ্ছাসেবক দলের লোক দিয়ে টেন্ডার ছাড়ায় বিভিন্ন জাতের প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের গাছ কর্তন করে ওয়াবদা কলোনির ভিতরে রাখা হয়েছে।এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড আমল ডাঙ্গা এস ও আলমগির হোসেনের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদক কে জানান যে সকল গাছ অবৈধ স্থাপনা উচ্ছেদেেের সময় ড্রেজারে ভেঙ্গে বা উপড়ে গেছে ঐ সকল গাছ কর্তন করে ওয়াদা কলোনির ভিতরে রাখতে বলেছি। কিন্তু সুযোগে ভাল গাছ কেটে ফেলা হচ্ছ। বিষয় টিকে অনতি বিলম্বে যথাযত ব্যবস্থাগ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি।[the_ad id=”31184″]