ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জুড়ে নতুন বছরে বিনা মুল্যে নতুন বই পেল ৩৩ হাজার শিক্ষার্থী । আজ ১ জানুয়ারী বুধবার সকাল হতে উপজেলার সব গুলো বিদ্যালয়ে পালিত হচ্ছে বই উৎসব । নতুন বছরের বই উৎসবে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা ।
পলাশবাড়ী উপজেলার স্থাপিত শিক্ষা প্রতিষ্টান জে এস সি পরীক্ষা শতভাগ ফলাফলের টানা রেকর্ডধারী শিশু কানন স্কুল এন্ড কলেজেও আজ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের পরিচালক রুহুল আমিন। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিশু কানন স্কুল এন্ড কলেজ এবছর জে এস সি পরীক্ষার ফলাফলে জেলার শ্রেষ্টত্ব অর্জন করেছে। এছাড়াও উপজেলার অন্যান্য বিদ্যালয়ে গুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণের খবর পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন জানান, উপজেলার এবতেদায়ী হতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ৩৩ হাজার শিক্ষার্থীকে নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, উপজেলা জুড়ে প্রথম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ৩৭ হাজার শিক্ষার্থীকে নতুন বই প্রদান করা হয়েছে।