ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ী আটক হওয়ার খবর পাওয়া গেছে।
থানা পুলিশ সুত্র জানায়, আজ ০৪ জানুয়ারী শনিবার বিকালে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ বর্ধনকুঠি এলাকা হতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও একাধীক মামলার আসামি আশরাফুল ইসলাম (৪০) পিতা সোলায়মান সাং মাগুরা সোনারপাড়া ও আতোয়ার হোসেন লিটন গ্রাম তরফকামাল থানাঃ গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আসামী আশরাফুল এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১০টির অধিক মামলা ও লিটন এর বিরুদ্ধে ২ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।