ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে আশা মনি(১৪)নামের এক নব-বধুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।। অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। নিহত গৃহবধুর গলায় শরীরের বিভিন্ন স্থানে ও যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়ন মারিয়া গ্রামের আশরাফ আলীর মেয়ে আশা মনি(১৪)এর সাথে গত ৪ মাস পূর্বে একই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে বুদুর ছেলে তৌহিদ(২২)এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তৌহিদের পরিবার ৫ লাখ টাকা যৌতুকের দাবী করে আসছিল। মেয়েটির পরিবার পারিবারিক ভাবে অস্বচ্ছল হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় নানা ভাবে নির্যাতন করে আসছিল। কিন্ত মেয়েটি সংসারের সুখের জন্য নানা নির্যাতন সহ্যকরে ঘর সংসার করে আসছিল।এর এক পর্যায়ে গত শুক্রবার বিকালে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন কতিপয় দুর্বৃত্তকে নিয়ে ধর্ষন ও মারপিট করে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ওই বাড়ীর লোকজনের সাড়াশব্দ না পেয়ে এগিয়ে গেলে আশামনির শরীরের বিভিন্ন স্থানে জখম ও যৌনাঙ্গে ক্ষত ও ধর্ষনের আলামতসহ ঘরে লাশ দেখতে পায়।এবং থানায় খবর দিলে রাতেই থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনে। এবং শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার এ,কে,এম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গৃহবধু আশামনির লাশ উদ্ধার করা হয়েছে।এবং ময়না তদন্তের পরে ব্যবস্থা নেয়া হবে।