ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই শফিউল ইসালাম ও একটি চৌকষ টিম জেলার পলাশবাড়ী থানার বেতকাপা ইউনিয়নের মো: আ: রাজ্জাক এর ফার্নিচারের দোকানের সামনে থেকে পলাশবাড়ী হইতে গাইবান্ধা গামী পাকা রাস্তার উপর গতকাল ৪ জানুয়ারী শনিবার বিকালে আন্তজেলা মটর সাইকেল চোরের সক্রিয় সদস্য শাকিল সহ ৬ জনকে গ্রেফতার করে ।
আটককৃতরা হলেন শাপলা পাড়া এলাকার মো: মফিজুল হকের ছেলে ১। শকিল মিয়া ,উত্তর গিদারীর মো: মঞ্জু মিয়ার ছেলে ২।মানিক মিয়া ,মৃত তাজুল ইসলামের ছেলে ৩। শাহদাত হোসেন মানিক,হ্য়াদার আলীর ছেলে ৪। আল আমিন, মো: সোলেমান সরকারের ছেলে ৫। আপেল মাহমুদ ,পশ্চিম বারবলদিয়া গ্রামের শ্রী নির্মেলেন্দু বর্মনের ছেলে ৬। শ্রী লিমন রায়।
এসময় শাকিলের কাছ থেকে ম্যাট ব্লু রংয়ের এ্যাপাসি আরটিয়ার ১৬০ সিসি মটর সাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় । পরে শাকিলের তথ্য মতে সদর থানার খোলাহাটি ইউনিয়নে উজ্জল কফি হাউজের সামনের পাকা রাস্তা উপর থেকে চোরাই মোবাইল গুলো উদ্ধার করে। ডিবি পুলিশ জানায় দির্ঘদিন থেকে এই চক্র টি জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত চুরি করত ।