ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জৈব বায়ুগ্যাস হাউজের ভিতর থেকে শাওন নামে (৩০) এক যুবুকের মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
৭ জানুয়ারী মঙ্গলবার সকালে বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত আজিজার রহমান বিএসসির পুকুরের পার থেকে লাশ উদ্ধার করে।
নিহত যুবক শাওন (৩০) পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৬ জানুয়ারী সোমবার রাত থেকে শাওন নিখোঁজ ছিলো বহু খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পারে রক্তের চিহৃ দেখে জৈববায়ূ গ্যাস হাউজের ভিতরে তার লাশ দেখতে পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশের এস আই সঞ্জয় সঙ্গীয় ফোর্স লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটির মাথায় একাধিক আঘাতের চিহৃ আছে বলে থানা সুত্রে জানা যায়।
হত্যার রহস্য এখনো জানা যায়নি। সে কোমরপুর বাজারে ব্যবসায়ি বলে জানা যায়।