ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীর সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের আকষ্মিক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবমাননা করায় উক্ত বাজারের মুদি দোকান, হোটেল ও ঔষধ ফার্মেসীতে এসব জরিমানা করা হয়। এতে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল খাদ্যদ্রব্য ও বীজ বিক্রয়ের অভিযোগে পাটনীপাড়াস্থ রাজ্জাক ষ্টোর, ভাই ভাই ষ্টোর ও তাসিন ট্রেডার্স (সার ও বীজ) ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে ৪ হাজার টাকা জরিমান করা হয়। এসময় মেয়াদুত্তীর্ণ খাদ্য ধ্বংস ও বিভিন্ন পন্য জব্দ করা হয়েছে বলে জানা গেছে।