
এস এম নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি,
কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের গােলবুনিয়া গ্রামে সােমবার রাত সাড়ে ৮ টার দিকে ডাকাত সেজে ১০/১২ জনের একদল সন্ত্রাসীরা মােঃ সন্টু খাঁ নামে এক ব্যবসায়ীর বাড়ীতে ঢুকে আসবাবপত্র ভাংচুর ,নগদ টাকা ও স্বনার্লংকার লুট করে নিয়েছে ।
পুলিশ ঘটনাস্তল পরিদর্শন করেছে। তবে সন্ত্রাসীরা ওই এলাকার জেলা পরিষদের সদস্য মাশারেফ মৃধার ভাই,ভাইর ছেলেরা বলে সন্টু খাঁ’র স্ত্রী মােসাঃ সাজেদা বগম দাবী করেছেন।
জানা গছে, জেলা পরিষদের সদস্য মােশারেফ মৃধা ও সন্টু মৃধা এলাকায় আদিপত্য বিস্তার কে কেন্দ্র করে সম্পীতি একে অপরকে পৃথক পৃথক সময় মারধর করে। এ ঘটনার জের ধরে সােমবার রাতে মােশারেফ মৃধার দুই ভাই, ভাইর ছেলে সহ অতান্ত ১০/১২ জনের মুখােশ পরিধান করা একদল সন্ত্রাসীরা সন্টু খাঁ’র বাড়ীতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘরে ঢুকে এলাপাথাড়ি কুপিয়ে আসবাবপত্র তছনছ করে
এসময় সন্টু খাঁ কে খুজঁতে থাকে।
তাকে পেলে তার মুন্ড কেটে নেবে বলেও হুমকি দেয়। এসময় ওই বাড়ীর শুকেস ভঙ্গে নগদ ৬০ হাজার টাকা এবং স্বর্নালংকার লুটপাট করে নেয়। এমনকি সন্টু খাঁ’র পাশের আরাে তিনটি বাড়ীতে তাকে খুঁজতে যায় ওই সন্ত্রাসীরা ।
এ ব্যাপারে সন্টু খাঁ’র স্ত্রী মােসাঃ, সাজেদা বগম জানান, তিনি এসময় নামাজ পড়তে ছিলেন সন্ত্রাসীরা প্রশাসনের লাক পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খােলার সাথে সাথে ওই সন্ত্রাসীরা ঘরে ঢুকে সন্টু খাঁ’ কে খুজঁতে থাকে , তাের মুন্ড কেটে নিতে এসেিছ বলেও তারা হুমকি দেয়। তবে সন্ত্রাসী দের কন্ঠ শুনে তিনি চিনতে পরেছেন,সন্ত্রাসী জেলা পরিষদের সদস্য মােশারেফ মৃধার ভাই এবং ভাই’র ছলে সহ ভাড়াটিয়া সন্ত্রাসী ।
চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিন্টু তালুকদার জানান, মােশারেফ মৃধা এবং সেন্টু খাঁ একে অপরকে মারধর করে। তার জের ধরেই মােশারেফ মৃধার লাকজন এ ঘটনা ঘটিয়েছে।
জেলা পরিষদের সদস্য মোঃ মােশারেফ মৃধা জানান, রাজনৈতিক কারনে তার উপর সেন্টু খাঁ’র লােকজন হামলা করেছে । বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য এ ঘটনা সেন্টু খাঁর লােকজন সাজিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃমনিরুল ইসলাম জানান, অভিযােগ পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠিয়েছি,তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।