ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা::কণ্ঠ শিল্পী স্বাধীন বাবুর একূল ওকূল গানের মিউজিক ভিডিও নির্মাণ করলেন বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন,গানটি আসছে বাংলাদেশের স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে।গানটি প্রকাশ পাচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে।গানটির শুটিং ঢাকার তিনশ ফিটে মনোরম লোকেশনে সম্পন্ন হয়।সৌমিত্র ঘোষ ইমন বরাবরই ভালোগানের উপর নজর দিয়ে থাকেন।স্বাধীন বাবুর গানটি তিনি অনেক ভালোবেসেই করেছেন।গানটি গ্রাম বাংলার ফোক ঘরাণার একটি গান ।গানটি ছোট্ট একটি গল্প দিয়ে সাজানো হয়েছে।তিনি আশা পোষন করেন একূল ওকূল গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।গানটি কম্পোজ করেছেন এ প্রজন্মের জনপ্রিয় কম্পোজার এম এ রহমান।গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়ক ও পরিচালক অনন্ত জলিলের “ট্যালেন্ট হান্ট” এর চ্যাম্পিয়ান নবাগত নায়ক আরবিন তার সাথে জুটি বেঁধেছেন এই প্রজন্মের জনপ্রিয় মুখ জারা টায়রা ।তিনি সম্প্রতি সংগীতের যুবরাজ আসিফ আকবরের লাল টিপ গানের মডেল হয়েছেন। কণ্ঠ শিল্পী স্বাধীন বাবু তার কথা সুর ও কণ্ঠে একূল ওকূল গানটি নিয়েও অনেক আশাবাদী।গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে তিনি মনে করছেন।