এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে অনলাইন নিউজ পোর্টাল ঝিনাইদহ সংবাদের সৌজন্যে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান বিজয় দিবস ক্রিকেট টূর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জনাব ফারুক হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শ্রী শুভংকর বিশ্বাস, ওয়ার্ড কাউন্সিলর ও টাইগার্স ক্লাবের সভাপতি জনাব আনিচুর রহমান লিটন ও হরিণাকুণ্ডু উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শেরেকুল ইসলাম।
উল্লেখ্য বিজয় দিবস ক্রিকেট টূর্নামেন্টের সমাপণীতে কঠিন কনকনে শীতের মধ্যেও জনমনে ছিলো আনন্দের এক উৎসব মূখর পরিবেশ।