ছবিঃ এম.টুকু
এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শুক্রবার সকাল ১০ঘটিকায় সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে রাহবর ইমাম লুনার এর সভাপতিত্বে সরকার কর্তৃক নির্ধরিত মূল্যে ঔসুধ ক্রয়-বিক্রয়ের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্র কার্য নির্বাহী কমিটির বি সি ডি এস সদস্য আক্তারউজ্জামান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রফিকুল করিম সোম,সভাপতি জেলা বিসিডিএস ঝিনাইদহ শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন,মোস্তাফিজুর রহমান ঝন্টু,জিয়াউর রহমান,শামসুজ্জামান(কচিভাই)নাসিরুল ইসলাম,মোয়াজ্জেম হোসেন প্রমূখ।