এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
যার জন্য ‘স্বাধীনতা’ শব্দটি হয়ে উঠেছে বাঙালির ও বাংলাদেশের সবার, রাজনীতির সেই মহাকবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হচ্ছে শুক্রবার ১০ জানুয়ারি।যার নেতৃত্বে, যার সংগ্রামে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন আজকের এই দিনে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যান বঙ্গবন্ধু। সেখান থেকে ভারতে স্বল্প সময়ের যাত্রাবিরতি দিয়ে ১০ জানুয়ারি দুপুরে তিনি তৎকালীন তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন।
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিববর্ষ’ উদযাপনে হরিণাকুণ্ডু উপজেলাতে চলছে নানা প্রস্তুতি।তাই সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ শেষে উপজেলা দোয়েল চত্তর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম টানু মল্লিক, অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুবলীগ আহবায়ক আশরাফুল হক জুয়েল প্রমূখ। এছাড়াও আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা হয়