ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
১০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ বোগদহের আলতাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা সহ চার মাদক কারবারি কে আটক করে।
আটককৃতরা হলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জমিলাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে সাদ্দাম (২২), গোবিন্দগঞ্জ উপজেলার ২নং কাটাবাড়ি গ্রামের হবিবর রহমানের ছেলে মামুনুর রশিদ (২০), মালেকাবাদ গ্রামের রমজাল আলীর ছেলে শাহার আলী (২৮) ও বোগদহ কলোনীর সাইদুর রহমানের ছেলে উজ্জল সরকার (৩৪)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এই তথ্য নিশ্চিত করা করেন।