এল এফ লিটন সরকার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে আনন্দ শোভাযাত্রা বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ জানুয়ারি সকাল দশটায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোলাইমান হোসেন, উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ এম এম মাইনুল ইসলাম সহ বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ।