এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” র্শীষক শ্লোগান নিয়ে শনিবার সকাল ১০ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকি (সমী)।হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,গোলাম মোস্তফা,আলহাজ্জ মন্জুরুল আলম, নাজমুল হুদা পলাশ,রাকিবুল হাসান রাসেল,ছমির উদ্দীন,মোহাম্মদ আলী,চরাফত দৌলা ঝন্টু,উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, প্রাণীসম্পদ কর্মকর্তা মশিউর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম সহ বিভিন্ন দপ্তর প্রধান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সকল শ্রণীপেশার মানুষ। স্মৃতিচারণ সভাটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী ।
উল্লেখ্য পড়ন্ত বিকালে হরিণাকুণ্ডু শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু-সাঈদ টুনুর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝিনাইদহ নবগঙ্গা সংগীত একাডেমীর শিল্পি লব সহ স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। এছাড়াও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু’র জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উপজেলাতে দিনব্যাপী পালিত হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অভিন্ন অনুষ্ঠানমালা।