এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষণগণনা যন্ত্র ( ডিজিটাল ঘড়ি) উদ্বোধন করা হয়েছে। এদিন থেকে চলবে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে ৫ লাখ ৪৩ হাজার ৬শ সেকেন্ডের অপেক্ষা।
শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত এ ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
বিকাল সাড়ে চার টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্তরে এ ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এ সময় সহকারী কমিশনার ভূমি অনিমেষ বিশ্বাস , থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান , আ”লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন মাষ্টার , ডেপুটি কমান্ডার সামছুল আলম , ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , গোলাম মোস্তফা , উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক , রাজনৈতিক নেতৃবৃন্দ , সাংবাদিক বৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থি’ত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যপি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিরা সংগীত পরিবেশন করে।