ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীর কোমরপুরে সাগর আহম্মেদ শাওন হত্যা কান্ডের মাত্র ৪ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
এ ঘটনায় জরিত নিহতের আপন বড় ভাই তানজির আহম্মেদ (৩০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
ছোট ভাই নিহত শাওন আহম্মেদের স্ত্রী রোজিনা বেগমের সাথে বড় ভাই তানজির আহম্মেদের প্রেমের সম্পর্ক অটুট রাখতেই তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার বিবরনে জানা যায়,গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে খুন হয় উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের কোমরপুর বাজার এলাকার জসিম উদ্দিন সাবু মিয়ার তৃতীয় পুত্র ছাত্রলীগ নেতা সাগর আহম্মেদ শাওন।
হত্যার পর নিহত শাওনের লাশ পার্শ্ববর্তী একটি বায়ু গ্যাস প্লান্টের ভিতর লুকিয়ে রাখা হয়।