ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলোয় দুই মাসেও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার হয়নি। নিরাপত্তা হীনতায় রয়েছে পরিবারটি। এছাড়াও ওই আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, গত বছরের ১৩ নভেম্বর উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের ভ্যানচালক শাফিউল ইসলামের স্কুল পড়–য়া কন্যাকে প্রতিবেশী মোজাফ্ফর হোসেনের ছেলে আনিছুর রহমান সুকৌশলে তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এনিয়ে শাফিউল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করে। দীর্ঘদিনেও মামলার আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শাফিউল ইসলামের দাবি আসামী এলাকায় থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। তিনি বলেন, আসামী আনিছুরকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবারের সদস্যরা চেষ্টা করছে। এব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি। মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ জানান, আসামী আনিছুরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।