আলীহোসাইন সংবাদদাতা চট্রগ্রাম।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে গড়ে ওঠা প্রায় তিনশত অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হেয়ছে।
বুধবার সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চালান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।
সাইফুল আলম চৌধুরী বলেন, পতেঙ্গা লিংক রোডের পাশে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদে সিডিএ’র উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩শ’র মত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় আধা কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে।