আঁখি আক্তার,,,মোংলা
সম্প্রতি ভারতের পচ্চিমবঙ্গে চিকিৎসা নিয়ে গিয়ে স্থানিয় রাজনৈতিক একটা প্রোগ্রামে’র পাশ দিয়ে যাওয়ার সময় শখের বশে একটি প্লেকার্ড সহ ছবি তুলে ফেইজবুকে প্রকাশ করেন বাগেরহাটে মোংলার স্থানিয় সাংবাদিক নূর আলম শেখ। এর পরই ছবিটি ভাইরাল হয়, সমালোচোনার ঝড় ওঠে সোসাল মিডিয়ায়। এর পরই ঐছবি নিজের ওয়াল থেকে ডিলিট করে দু:খ প্রকাশ করে নিজের ফেইজবুক পেইজে বিবৃতি দেন মোংলার ঐ সাংবাদিক।
তিনি তার বিবৃতিতে যানান,
” আমি একজন পেশাদার সাংবাদিক। সম্প্রতি অসুস্থ্য হওয়ায় চিকিৎসার জন্য কলকাতা গমন করি। চিকিৎসা চলাকালীন সময়ে সেখানে অনুষ্ঠিত একটি রাজনৈতিক প্রোগ্রামের পাশ দিয়ে যাওয়ায় সময় শখের বশে একটি প্লেকার্ডসহ ছবি তুলে ফেসবুকে প্রকাশ করি। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান থাকার বিষয়টি আমার খেয়াল পড়েনি। ফেসবুকে প্রকাশের পর কমেন্ট এর মাধ্যমে বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে সাথে সাথেই আমি পোস্টটি সরিয়ে নেই। আমি বাংলাদেশের বাগেরহাট জেলার মংলা নামক স্থানে বসবাস করি। আমি একজন বাংলাদেশী নাগরিক। ভারতের কোনো রাজনৈতিক দল বা আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার এই পোস্টের মাধ্যমে ভারতের জনগণ বা কোনো রাজনৈতিক দলের সমর্থকরা যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি একজন প্রগতিশীল মানুষ। ভারত-বাংলাদেশ সুসম্পর্কের প্রতি আমার আস্থা অবিচল। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশটির সকল রাজনৈতিক নেতাদের প্রতি আমার সম্মান রয়েছে। দু’দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সর্বদা বজায় থাকুক এটা আমি সর্বদা প্রার্থনা করি। আশা করি এরপর আমাকে নিয়ে ভুল বোঝার অবসান ঘটবে। নূর আলম শেখ, মংলা বাগেরহাট, বাংলাদেশ।”