মোঃ নাজমুল হাসান নাজির স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সিংগাইর ধল্লা ইউনিয়নের ফুটনগর রোডে ভাষা শহীদ রফিক সেতুর পাশে হাত-পা বাধা অবস্থায় আয়নাল(৩০) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে।
পুলিশ মৃত আয়নালের বাড়ী রংপুরগক্তাচড়া অটে চালিয়ে সংসার চালাতো তার ২টি সন্তান ও স্ত্রীকে নিয়ে সাভার তেঁতুলঝোড়া পদ্দারমোড় কাঠালতলা এলাকায় মুনজু মিয়ার বাড়িতে ভাড়া থাকতে।
সিংগাইর থানার পুলিশের ধারণা,সিংগাইর ধল্ল এলাকায় গতকাল শুক্রবার রাতে কোনে এক সময় হাত -পা বেধে হত্যা করে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা। তবে কে বা কাহারা কোনে মেরেছে তা এখনো জানাজায়নি। তবে মৃত আয়নাল এর স্ত্রী বলেন আমার স্বামী প্রতিদিন রাত ৮-৯টার দিকে বাসায় আসেন। গতকাল আর আসেনি!
তাই আমরা রাত থেকে অনেক খেজাখুজি করে পাইনি আজ সকাল ৭টার দিকে সিংগাইর ধল্লা ইউনিয়নের ফুটনগর রোডে ভাষা শহীদ রফিক সেতুর পাশে হাত-পা বাধা অবস্থায় আমার স্বামীকে পরে থাকিতে দেখি!
সিংগাইর ধল্লা পুলিশ ফাড়ির ইনচাজ এস আই মোস্তফা কামাল ঘটনার সত্যতা সীকার করে বলেন তাক্ষনিক ভাবে মৃত আয়নাল তার বাড়ী রংপুর গজ্ঞাচড়া, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।