এম.টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু :
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সরকারি লালন শাহ্ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, ক্রীড়া পরিচালনা উপ কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম ও শিক্ষক পরিষদের সম্পাদক আওয়াল হোসেন প্রমুখ।
উল্লেখ্য এক উত্সব মুখর পরিবেশ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় |