মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছে। এতে মহাসড়কে যান চলাচলে যানজট সৃষ্টিসহ মহাসড়কে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
কিছু ব্যাবসায়ী মহাসড়কের ফুটপাতে বিভিন্ন মালামাল রেখে দখল করার কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং জনসাধারণের চলাচলে ব্যাঘাট সৃষ্টি হচ্ছে। গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে এসব অবৈধ দখলদার ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ অভিযান করে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।