আলী হোসাইন সংবাদদাতা চট্রগ্রাম।
চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁওয়ের সেফায়াত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে বাসের চাপায় শিপন কর্মকার নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত শিপন কর্মকার বাঁশখালীর চাম্বল ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার নেপাল কর্মকারের ছেলে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদারবলেন, পুরাতন চান্দগাঁও এলাকায় দুই বাসের চাপায় শিপন কর্মকর নামের এক গার্মেন্টস শ্রমিকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তিনি আরো জানান, নিহত শিপন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের নেপাল কর্মকারের ছেলে।