এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরীয়া গ্রামে মানিক আলীর পূত্র সুজন আলী ধানী জমি নষ্ট করে পুকুর কাটা শুরু করলে এলাকাবাসী নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) পুকার কাটা বন্ধ করেন এবং ঘটনাস্থল থেকে সুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
এছাড়াও বুধবার পার্বতীপূর গ্রামের নেহাল মন্ডলের পুত্র মুজিবর রহমান ছয়টি দাগের ধানী জমিতে পুকুর কাটার সময় পার্শবর্তী আবাদী জমির মালিকরা সহ এলাকাবসী অভিযোগ করলে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর নির্দশে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অনিমেশ বিশ্বাস ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুকুর কাটা বন্ধের আদেশ দেন।
এসময় তনি জেলা প্রশাসকের আদেশ ব্যাতিত আবাদী জমিতে পুকুর কাটা যাবেনা মর্মে নির্দেশ দেন। এছাড়াও সরকারী রাস্তা ও জমিতে রাখা পুকুর কাটা মাটি আগামী ২৭ জানুয়ারী তারিখের মধ্যে স্থানান্তর না করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য থানা অফিসার ইনচার্জের প্রতি নির্দেশ দেন।
৩৩নং পার্বতীপূর মৌজার পুকুর কাটা জমির দাগ নং যথাক্রমে ৩০৩২,৩০৩৩,৩০৩৪,৩০৩৬,৩০৩৭,৩০৩৮ ।