বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ প্রথমবারের মতো সরাসরি বাংলাদেশ থেকে নির্বাচিত হতে যাচ্ছে মিস আর্থ বাংলাদেশ। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার জন্য নিবন্ধন চালু হচ্ছে ১ ফেব্রুয়ারী যা চলবে পুরো মাস। তাদের নিজস্ব ওয়েবসাইট www.missearthbangladesh.com এ নিবন্ধন করতে হবে।[the_ad id=”31184″]
আজ ২৭ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মিস আর্থ বাংলাদেশ’ এর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান ন্যাশনাল ডিরেক্টর মিস আর্থ ও ট্রিপল লাইন গ্লোবালের প্রেসিডেন্ট নায়লা বারী।
এসময় তিনি বলেন, ‘বিউটি অব কউস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই আন্তর্জাতিক মানের আয়োজন।
সংবাদ সম্মেলনে মিস আর্থ নির্বাচনের ক্ষেত্রে ১৮-২৫ বছরের মধ্যে বয়স নির্ধারণ করা হয়েছে বলেন জানানো হয়। উক্ত আয়োজনে সহযোগী হিসেবে থাকছে UN, UNEP, UN WOMEN, UNFPA, USAID, PLAN, GLOBAL IMPACT প্রভৃতি।
ন্যাশনাল ডিরেক্টর জানান, ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা মূলত পরিবেশ ও আবহাওয়া রক্ষায় সচেতনতা গড়ে তুলতে কাজ করবে।
আয়োজক জানান, নিবন্ধন সমাপ্তের পরপরই জেলা ও বিভাগীয় জোন তৈরি করর কার্যক্রম শুরু হবে। সেখান থেকে মার্চ মাসে সেমিফাইনালের জন্য বাছাই করা হবে। এপিসোডে বিভক্ত করা হবে এবারে অনুষ্ঠানটি। উক্ত বাছাইয়ে ৩০% পরিবেশ রক্ষা বিষয়ক নীতি সংক্রান্ত যোগ্যতা ও জ্ঞাম, ৩৫% সৌন্দর্য, ২০% শারীরিক গঠন, ১৫% মনোভাবসহ অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিতদের ট্রিপল লাইন গ্লোবালসহ বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ থাকবে।
আরো জানান, প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে এবং ২৫ বছরের নিচে হতে হবে। মিস আর্থ বাংলাদেশি প্রথম স্থান অধিকারী তরুণীকে সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের মানিলায় চূড়ান্ত পর্বে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইডিয়া গ্যালারির সিইও জর্জ খান।