ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় এমকে টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ হোসেনের সভাপতিত্বে ও জি.টি.ভির স্টাফ রিপোর্টার শাহজাহান সিরাজের সঞ্চালনায় ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৫ম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা গাইবান্ধা জেলা শহরের বন্ধু সংসদের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক আব্দুস সামাদ বাবু, কমিউনিস্ট পাট্রির জেলা সভাপতি মিহির ঘোষ, সাপ্তাহিক আমাদের গাইবান্ধা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর কবির তনু। অনুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন
বক্তব্যরা দেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন এম কে টিভির ৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমকে টিভির সাথে সংশ্লিষ্ট পরিচালনা পরিষদের সকল সদস্য, কলাকুশলী ও শুভাকাঙ্খী জেলা এবং উপজেলা সকল প্রতিনিধিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে এমকে টিভির সার্বক্ষণিক সাফল্য কামনা করছি।