ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার কয়ার ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল জলিল নামের এক কৃষকের লাশ উদ্ধার করছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৮জানুয়ারি) ভোরে এলাকার সাধারণ জনগণ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার চান্দেরভিটা এলাকায় আলাই নদীতে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মৃত মজিবুর রহমানের ছেলে আব্দুল জলিলের লাশ উদ্ধার করে।
স্বজনরা জানায় গত ২২ জানুয়ারি উত্তর ফলিয়া গ্রামে সভা শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে জান মৃত আব্দুল জলিল কিন্তু পরে আর ফেরত না আসায়। এবিষয়ে গত ২৭ তারিখে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রী করে ছিলেন তারা।