সুমন ইসলাম,ডোমার প্রতিনিধি ঃ
নীলফামারীর ডোমারে মাদক,সন্ত্রাস,উগ্রবাদ,জুয়া ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ডোমার থানা চত্ত¡রে ডোমার থানার আয়োজনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সাধারন মাুষজন মতবিনিময় সভায় অংশগ্রহন করে।ডোমার থানা অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)। এসআই আবু হানিফ মন্ডলের সঞ্জালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিনা শবনব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান রওশন কাণিজ, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক মনু, প্রেস ক্লাব সাধারন সম্পাদক আদুজ্জামান চয়ন , রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান হিল্লোল,আইয়ুব হোসেন,কাউন্সিলর তরুন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারী মানুষজন ডোমারের মাদক,যানজট নিরসন,দশচাকার ট্রাক চলচলের বিরুদ্ধে পদক্ষেপ এবং রাস্তার কাজের ব্যাপারে নবাগত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে উপজেলার মাদক স¤্রাজ্ঞী রুপার বিষয়ে পদক্ষেপ গ্রহন করার জন্য জেলা পুলিশ সুপারের প্রতি আহবান জানান মতবিনিময় সভায় অংশগ্রহনকারী বেশিরভাগ সদস্য।