এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
সমাজ সচেতনতায় প্রত্যয় সমাজ কল্যাণ ফাউণ্ডেশনের উদ্দ্যোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের রিশখালী বাজারে শিক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মিটিমিটি তারার আলো ঘেরা খোলা আকাশের নিচেই বসে শিক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা উপভোগ করেন এলাকার শতশত শিক্ষানুরাগী অভিভাবকেরা। এসময় শিক্ষার্থীদের উদ্দ্যশে অভিভাবকের ভূমিকা বিষয়ক অনুরাগী গঠনমূলক আলোচনা করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ কলিমুউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর চুয়াডাঙ্গা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাড়ির টানে ছুটে আসা আলোর প্রতিক ডাঃ মোঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডায়াবেটিক হাসপাতাল চুয়াডাঙ্গা, দেশপ্রেম আর সমাজের প্রতি দায়ীত্ব নিয়ে প্রত্যয় সমাজ কল্যাণ ফাঊণ্ডেশনের উদ্দ্যোগী সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ,শিক্ষা বিষায়ক সম্পাদক মোঃ আলা উদ্দীন মাস্টার,আনিচুর রহমান,হাফিজুর রহমান সম্রাট,আব্দুল কুদ্দুস মাস্টার প্রমূখ সমাজ সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের এস,এস,সি’র আগে, এণ্ড্রয়েট মোবাইল ফোন ব্যবহারে শতভাগ নাসহ,ধুমপান,মদ্যপান,মাদকের ভয়াল নেশা থেকে ফেরাতে অভিভাবকের গুরুত্বপূর্ণ জোরালো ভূমিকা রাখতে বলেন অতিথিবৃন্দ,এবং প্রত্যয় সমাজ কল্যাণ ফাউণ্ডেশনের মত সমাজ উন্নয়নে এরকম ফাউণ্ডেশনের ভূমিকা দেশের প্রতিটি গ্রামে গ্রামে প্রয়োজন বলেও মনে করেন তারা।