আলোচনায় থাকতে জুড়ি নেই রাখি সাওয়ান্তের। কারণে অকারণে তিনি আলোচনার জন্ম দেন। এসব কারণে অনেক সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তিনি কেয়ার করেন না। নিজের মতো করে চলেন।
এবার তিনি ট্রলের শিকার হলেন আলোচিত প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে মন্তব্য করে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে বলেন, করোনাভাইরাসকে খতম করতে চীনে যাচ্ছেন। করোনাভাইরাসকে খতম করে তবেই দেশে ফিরবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাখি বলেন, প্রধানমন্ত্রীসহ গোটা দেশের মানুষ যেন তার জন্য প্রার্থনা করেন। প্রত্যেকের প্রার্থনা পেলে তবেই চীন থেকে করোনাভাইরাসকে খতম করে তিনি দেশে ফিরতে পারবেন বলে মন্তব্য করেন রাখি।
এসবের সঙ্গে রাখি আরও দাবি করেন, ‘নাসা থেকে বিশেষ মারণাস্ত্র নিয়ে এসেছি আমি। নাসার সেই মারণাস্ত্র দিয়েই চীনের করোনাভাইরাসকে খতম করা হবে।’