এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের পেশীনগর গ্রামের ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আশরাফুল মোল্লা ওই গ্রামের জাফর আলীর ছেলে।
এ ব্যাপারে উপজেলার সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এস আই শামীম রহমান বলেন, ২০১৩ সালে থেকেই সে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইক পাড়া থেকে গত রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে মোট ৪টি হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সাংবাদিককে জানান,ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুলকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইক পাড়া থেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।