ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃচলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদউপায় অবলম্বনের দায়ে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ২ শিক্ষকসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
আজ ৬ ফেব্রয়ারী বৃহ¯পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন কালে অসদউপায়ে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও ক¤িপউটার প্রদর্শক সোহেল রানা নামে ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষায় অসদউপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ৪ জন শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এখবর নিশ্চিত করে গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, জেলায় ১শ’ ৪টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৫৮৭ এসএসসি পরীক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ২ হাজার ৭৩৫ জন, দাখিল ভোকেশনাল ৩৮৫ জন ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।