এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে। সাথে রেখ শুধু তারে, ভালোবাসো তুমি যাঁরে। এখন শুধু তার কাম, জানি আমি তার নাম। সেই তোমার সম্বল, তার নাম কম্বল।
দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের মরমী ফকির লালন শাহের দ্বার শহর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সমাজের অসহায় প্রতিবন্ধীসহ গরিব দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান,ধুলিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলতাফ হোসেন,সাধারন সম্পাদক আব্দুর রহমান,প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজু,পৌর কমিশনার ফারুক হোসেন প্রমূখ। কম্বল পেয়ে আপামর দুস্থ সমাজের সুবিধা বঞ্চিত অসহায় প্রতিবন্ধীসহ গরিব দুঃখীদের মাঝে ফুটে উঠেছে এক টুকরা চাঁদের হাসি