এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কৃষকরা এবার গমের বাম্পার ফলনের আশা করছেন। কারন লাইন করে গম আবাদে আগ্রহী উপজেলার কৃষকরা । ৪ নং দৌলতপুর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম জানান কৃষিবিভাগের পরামর্শে ৪৬ শতাংশ জমিতে গমের চাষ করেছি লাইন করে।
গণসচেতনতা মূলক সভা
এ,এস,এও কৃষি বিভাগের দিরাজুল ইসলাম জানান লাইন করে গম চাষে ফলন ভালো হয়। আগাছা হয় না। আর ভালো বীজ উৎপাদন করতে সুবিধা হয় যেমন সঠিকভাবে পরিচর্যা করা যায়।এমনকি রোগ বালাই ও খুব সহজেই দমন করতেও সুবিধা হয়। তিনি আরও বলেন হরিণাকুণ্ডুর কৃষি বিভাগ আগাম এই গমের ব্লাস্টার রোগ দমনে ব্যাপক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছেন।তিনি বলেন গমের ব্লাস্টার,পাতা ঝলসানো,কুশি হলুদ হওয়া,নিচের পাতাতে ডিম্বাকার দাগ পড়া সহ বিভিন্ন রোগের সঠিক সময়ে দমন করতে পারলেই কেবল মাত্র বালাই মুক্ত ফসল উৎপাদন সম্ভব। বিশেষ করে বুধবার ৪ নং দৌলতপুর ইউনিয়নের মাঠ পর্যায়ে এই রোগ সম্বন্ধে গণসচেতনতা মূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।
সতর্কবার্তা ও লিফলেট
দখলপুরের মনিরুদ্দীন মণ্ডল,মতিয়ার বিশ্বাস,বাবলু মণ্ডল জানান আধুনিক পদ্ধতিতে লাইন করে গম চাষ শুনেছি আগামী বছর কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই পদ্ধতিতে বপন করব। পারদখলপুর গ্রামের আমির হোসেন জানান আমি শুনেছি লাইন করে গম চাষ তবে যদি এই পদ্ধতিতে ফলন ভালো হয় তাহলে আমি ও আগামী বছর লাইন করে গম চাষ করব।
লাইন করে গম চাষ
ব্লাস্টার রোগ দমনে আগাম সতর্কবার্তা ও গণসচেতনতা মূলক কার্যক্রমে অংশগ্রহন করে ধন্য মনে করেন সুযোগ্য ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বুড়ো, ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সাইফুর রহমান মিঠু সহ পরিষদের সকল সদস্য/সদস্যাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।