জানা যায়, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে শুভলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৫৩ জন সদস্যকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো বিনয় (৫), টুম্পা মজুমদার (৩) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) আতিক বলেন, রাঙামাটির কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে তিনজন নিখোঁজ রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ জানান, পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। এছাড়া আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ডুবে যাওয়া পিকনিক বোটের তিন শিশু নিখোঁজ রয়েছে।