এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকেঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জেনে, বুঝে বিদেশ যায় অর্থ, সম্মান দুটোই পাই প্রতিপাদ্যের উপর বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এসময় এসিল্যান্ড অনিমেশ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন. ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, শরাফত দৌলা ঝন্টু, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন।