শহিদুল্লাহ সরকার ঃ
সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। এরই পাশাপাশি একদল ভুয়া ব্যবসায়ী নকল স্ট্যাম্প এর ব্যবসা করে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে।
ধর্ষণ,জঙ্গীবাদ,মাদকসহ অন্যান্য সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র্যাবের অভিযান অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ২০/০২/২০২০ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এস,পি আকতারুজামান এর একটি চৌকষ অভিযানিক দল ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন এলাকা হতে নকল রেভিনিউ স্ট্যাম্প বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষমান কালে রমিজ উদ্দিন (৪৫),জেলা-ঝালকাঠী এবং মোঃ ওমর আলী (৩৮), জেলা- মানিকগঞ্জদ্বকে ১০,০০০ পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্পসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় এই নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতরা আরো জানায় যে, তারা পটুয়াখালি জেলা থেকে নকল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে সাধারণ জনগনের কাছে বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৪ এস,পি আকতারুজ্জামান।