শহিদুল্লাহ সরকার, সাভার,প্রতিনিধি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক থেকে শুরু করে নায়ক নায়িকা সবাই এই বনভোজনে আসেন, তাদের আমন্ত্রণে সাভার এখন রীতিমত তারায় পূর্ণ।
নায়ক সোহেল রানা থেকে শুরু করে মিয়া ভাই খ্যাত ফারুক, রোজিনা, অঞ্জনা, শাকিব খান, অমিত হাসান, পপি, অনন্ত জলিল, বর্ষা,ববি, জায়েদ খান,পূজা চেরী!
শনিবার ২২ ফেব্রুয়ারি পারিবারিক আবহে বনভোজন করতে এসে সেখানে সমবেত সকলের মুখেই ঢাকাই চলচ্চিত্রের সংকট সময় থেকে উত্তরণের কথা। বর্তমান দুঃসময় থেকে বাংলা চলচ্চিত্রকে বের করে কীভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়েই নিজেদের মতামত দেন চলচ্চিত্রের প্রবীন প্রযোজক ও পরিচালকগণ।