এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকে ।।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কৃষি কর্মকর্তা জনাব মোঃ আরশেদ আলী চৌধুরী এডভান্স এগ্রিকালচার টেকনোলজি এন্ড এক্সটেনশন সার্ভিস এর অভিজ্ঞতা কাজে লাগাতে চান হরিণাকুন্ডুর মাটি ও মানুষের জন্য।
গত ১০-০২-২০১৯ তারিখে সরকারী ভাবে ইন্দোনেশিয়া ট্যুর করার সুযোগ পান হরিণাকুন্ডু উপজেলায় কর্মরত সুযোগ্য কৃষি অফিসার জনাব মোঃ আরশেদ আলী চৌধুরী। আর এ ট্যুরে তিনি অর্জন করেন কৃষি বিষয়ে নানা অভিজ্ঞতা। সেটাই কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করতে চান হরিণাকুন্ডুর কৃষি ও কৃষকের অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতিকে।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ থেকে অংশ গ্রহন করেন ২ জন কৃষক, উপসহকারী কৃষি অফিসার ২ জন,দেশের বিভিন্ন উপজেলা কৃষি অফিসার১০ জন,উপ পরিচালক জেলা পর্যায়ে কৃষি অফিসার ২ জন সহ মোট ১৬ জন কৃষি কর্মকর্তা।
এখানে ধান চাষ,নগর কৃষি, বর্জ্য ব্যাবস্থাপনা,হার্ডফোনিক, প্রসঙ্গ সহ নানা কৃষি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন এসব কর্মকর্তা বৃন্দ।আরশেদ আলী’র আগামীর কর্মচাঞ্চলতাকে আরও গতিশীল করতে আজ হরিণাকুন্ডু কৃষি অফিসে কর্মরত সকল স্টাফ জনাব মোঃ আরশেদ আলী চৌধুরীকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান।