মোঃ নজরুল ইসলাম , গাজীপুর থেকেঃ
গাজীপুরের টঙ্গীর রয়েল ফুটওয়ার লিমিটেড” কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জের্ড মুলার । মঙ্গলবার সকালে তিলারগাতি রয়েল ফুটওয়ার লিমিটেডে মন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূত সহ প্রায় ২৫ জনের প্রতিনিধি দল ছিলেন। এসময় কারখানাটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং শ্রমিকদের সাথে সার্বিক বিষয় কথা বলেন। পরে টঙ্গীর বিসিকের টিভোলী এ্যাপারেলস লি: ও রেডিসন এ্যাপলেস লি. কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পোশাক কারখানায় মালিক ও শ্রমিকদের সাথে পোশাকের গুণগত মান নিয়ে কথা বলেন।
রয়েল ফুটওয়ার লিমিটেড এর অপারেটিং অফিসার ইফতেখার আহমেদ জানান, কারখানাটি দীর্ঘদিন যাবৎ জার্মানিতে জুতা ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে পরিবেশ ও নিরাপত্তা দেখতে কারখানায় আসেন জার্মানির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. জের্ড মুলার । এবং জার্মানির মন্ত্রী ড. জের্ড মুলার কারখানাগুলো পরিদর্শন ও পরিবেশগত মান শ্রমিকদের নিরাপত্তার এবং কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
টিভোলী এ্যাপারেলস লি. কারখানার (মানব সম্পদ) বিভাগের কর্মকতা মো.ফরিদুল ইসলাম জানান, মন্ত্রী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ সম্পের্কে আলোচনা করেছেন।