টিম হিমু পরিবহণ গাজীপুরের উদ্যোগে ‘ক্যান্সার সচেতনতায় সাইকেল র্যালী’ অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টারঃ নাজমুল ইসলাম,নন্দিত লেখক হুমায়ূন আহমেদ স্যারের ভক্তদের সংগঠন “হিমু পরিবহণ” বিগত ৬বছর ধরে সারাদেশে ক্যান্সার সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিতায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে “I Am And I Will” প্রতিপাদ্যকে সামনে রেখে “হিমু পরিবহণ, গাজীপুর” আজ ২২ ফেব্রুয়ারী রোজ শনিবার ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষে “ক্যান্সার সচেতনতায় সাইকেল র্যালি (cylcal Rally for cancer awareness 2020), শিরোনামে একটি সাইকেল র্যালীর আয়োজন করা হয়েছে । এসময় বিশিষ্ট সমাজ সেবক ও জালাল উদ্দীন চিকিৎসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ রাসেদুল ইসলাম রানা সকাল ৮:৩০টায় র্যালী উদ্বোধন করেন। বিশেষ অথিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর বিএডিসির সিনিয়র সহঃ পরিচালক ডঃ মোহাম্মদ সাইদুল ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনার রাজবাড়ি মাঠ থেকে র্যালীটি শুরু হয় এবং সালনা হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিদ্যালয় গিয়ে র্যালী শেষ হয় ।এতে প্রায় ৪০ জন সাইক্লিষ্ট র্যালীতে অংশগ্রহন করে । যাত্রাপথে তারা সালনার মেধাবিকাশ বিদ্যাপীঠে ক্যান্সার সচেতনতায় সেমিনার ও ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।