মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সরকারি রাস্তা ভাড়া চলছে দৈনিক হারে মহেশপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী ও জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় স্থল মহেশপুরের উকড়ির বিল শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তা  লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত সিরাজগঞ্জে সায়দাবাদ বেলকুচি এনায়েতপুর সাথিয়া মাধবপুর হাইওয়ে সড়ক আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রচেষ্টায় সাক্ষরিত অনুমোদন,  হিলিতে বেড়েছে  শীতের তীব্রতা ফরিদগঞ্জে ৩ যুবদল কর্মী হ’ত্যা’য় ১১ বছর পর মা’ম’লা বগুড়া ধুনটে ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২০ মা’ম’লা’র আ’সা’মী লস্কর গ্রে’প্তা’র চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হ’ত্যাচেষ্টা মা’ম’লা’র আবেদন সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছাতে হবে: তারেক রহমান সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অ’প’হ’র’ণ! আ’ট’ক ৩ লালপুরে রেল লাইন ভাঙ্গন আতঙ্কে চলছে ট্রেন সাংবাদিকের নামে মিথ্যা মা’ম’লা’য় জড়িয়ে হ’য়’রা’নীর অভিযোগ, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে  মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অ’গ্নি’কা’ণ্ডে ২জনের মৃ’ত্যু তামাই ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক নাইট ফুটসাল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত,  বরগুনা জেলার আমতলী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি ইটভাটায় ঝুঁকিতে ছয় গ্রামের মানুষ। বরিশালে স্পিডবোটে দু’র্ঘ’ট’না’য় দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় চালক ও যাত্রীর ম’র’দে’হ উদ্ধার। পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন নর্থ বেঙ্গল সুগার মিলে বয়লারের পাম্প হাউসে পড়ে কর্মচারীর মৃ’ত্যু 

তারাগঞ্জ জোনাল অফিস পবিস-২ প্রকৃত সেচ সংযোগে মরিয়া রতন আবাসিক মিটার দিয়ে চলছে সেচ কর্তৃপক্ষ নিড়ব!

তারাগঞ্জ(রংপুুর)প্রতিনিধিঃ খলিলুর রহমান খলিল

দেশের উন্নয়নে ব্যপক ভুমিকা রাখছে বর্তমান বিদ্যুৎ বিভাগ। সরকার শিল্প ও কলকারখানা সহ উৎপাদন মুখী যে সকল কর্যক্রম হাতে নিয়েছেন তা কেবল সম্ভব বিদ্যুতের কারনে। আর প্রতিনিয়ত তার উন্নতি কল্পে উৎপাদন কেন্দ্র ও মেরামতের কাজ চলছে। শততম মুজিব বর্ষ পালনে আরও রয়েছে ব্যপক পরিকল্পনা। আর তার ভিন্নর“প পাওয়া গেছে রংপুরের তারাগঞ্জ জোনাল অফিস (পবিস-২) তে। প্রকৃত সংযোগ পেতে মরিয়া হয়ে কৃষক ঘুরছেন দ্বারে দ্বারে। আর অবৈধ সংযোগ সহ নানা অনিয়মের প্রশ্ন উঠেছে সেই বিদ্যুত অফিসের কর্তৃপ¶ের বির“দ্ধে।
জানা গেছে, তারাগঞ্জ জোনাল অফিস (পবিস-২) এলাকায় মোট গ্রাহক সংখ্যা আবাসিক ৬৭০৭২ শিল্প ২৬৫ সেচ ২১২০ বাণিজ্যিক ৩৪৯৯ শি¶া প্রতিষ্ঠান ও মসজিদ মন্দির ৯৩৪ ইন্ডাট্রি ১৭ ইজি বাইক ০৪ সহ মোট ৭৩৯২৫জন গ্রাহক রয়েছে।
সয়ার ইউনিয়নের দামোদরপুর দোলাপাড়া (হিন্দুপাড়া) গ্রামের যতিশ চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় অভিযোগ করে বলেন, দীর্ঘ ১০ বছর যাবত আমি সেচ সংযোগ নিয়ে জমিতে পানি দিয়ে আসছি। চলতি বোরো মৌসুমে আমি জমিতে এখনও ধান লাগাতে পারিনি পানি অভাবে। আরইবি চেয়ারম্যান স্যার হতে ইউএনও স্যার সবাইকে অনুরোধ করেছি এবং লিখিত অভিযোগ করেছি আমার সেচ মিটারের সংযোগ টা দেয়ার জন্য। কোন স্যারই আমার কথা শুনে নাই, উল্টো আমার সেচ এলাকায় মন্টু চন্দ্র রায়ের ছেলে অরবিন্দু রায়কে সেচ মিটারের বর্ডিং লাইসেন্স দিয়েছেন। আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার আকুল আবেদন করছি। সংযোগটি না পাইলে ধান আবাদ করতে পারবো না আমাকে পথের ভি¶ারী হতে হবে।
কনক রায় বলেন, প্রায় ১০ বছর হতে রতন রায় সেচ মিটার দিয়ে পানি দিয়ে আসছে। এবারে পল­ী বিদ্যুতের লোকজন সংযোগ না দেয়ায় রতন মরিয়া হয়ে উঠেছে। একই এলাকার চাষি নিত্যেন রায় নরেন রায় ওহাব আলী বলেন, হামাড় ধানের জমি রতনের মটর দিয়া পানি দেই দীর্ঘ ১০ বছর থাকি। এবার কারেনের মিটার এলাং নাগে দেয় নাই অফিস।
অরবিন্দু রায় অভিযোগ করে বলেন, আমার অনেক জমি রতনের কোন জমি নাই চাষাবাদের। তাই আমি সেচ মিটারের আবেদন করেছি এবং উপজেলা সেচ কমিটি আমাকে লাইসেন্স দিয়েছেন বরং রতনের কোন লাইসেন্স নাই।
সয়ার রঘুনাথপুর গ্রামের মকলেছ রহমান ,কাল্টু মিয়া, হক সাহেব জাবের আলীসহ কয়েক অভিযোগ করে বলেন, প্রত্যেকের কাছে আবাসিক মিটার দিয়ে সেচ দেয়ার জন্য এই এলাকার বিলিং রাইটার ৪০০ টাকা করে নেন।
এদিকে অটোভ্যানে চার্জ দেওয়ার জন্য একই এলাকার হাসমত আলী ও রেজাউল ইসলামের কাছে ওই বিল রাইটার ম্যান ২০০ টাকা করে নেন।
সয়ার খান সাহেব পাড়া গ্রামের লাবু মিয়া বলেন, আমি দেড় ল¶ টাকা খরচ করে সেচ মিটার নিয়েছি। আজ সবাই বাড়ির মিটার দিয়ে মটর লাগিয়ে জমিতে পানি দিচ্ছে। এখন পলী বিদ্যুৎ অফিসের লোকজন কানা হইছে চোখে দ্যাখে না। আইন বেরায় না জরিমানাও করে না।
সয়ার ইউপি চেয়ারম্যান এসএম মহিউদ্দিন আজম কিরন বলেন, অনেক ঝামেলা আছে এটি নিয়ে কয়েক দফা মিটিং করেছি রতন ও অরবিন্দুকে নিয়ে।
তারাগঞ্জ জোনাল অফিস (পবিস-২) এর ডিজিএম আশরাফুল হক বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি সকল বিষয় জানি, একটু সময় লাগবে। চলতি মাসে ৫টি আবাসিক মিটার দিয়ে সেচ চালায় জরিমানা করা হয়েছে এবং বিলিং রাইটার মোবাইলে টাকা নেয়ায় ইসি সাহাবুদ্দিন কামালকে তদšে—র জন্য নির্দেশ দেয়া হয়েছে। রতনের ব্যাপরে উর্ধ্বতন কর্মকর্তারাও ভালো জানেন আমার চেয়ে।
পাগলাপীর জোনাল অফিস পবিস-২ জিএম হার“ন অর রশিদ বলেন, রতনের সেচ সংযোগের ব্যাপারে আমি জেনেছি। তবে খুব দ্র“ত সমাধানের জন্য আইইরি চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।
নিতিমালার অনুসারে অবৈধ ও আবাসিক মিটার ব্যবহার কারিরা নিয়মের বহির্ভূত হলে জরিমানা করার নিয়ম আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page আমাদের পেজ লাইক করুন
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com