মোঃ সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র স্থায়ী কমিটির সদস্য ও ফেনী জেলা সভাপতি জসীম মাহমুদ ও সাংবাদিক নাছির উদ্দিনের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার অভিযোগ পাওয়া গেছে।
ফেনী আলোকদিয়ার নাছির নামের একজন বাদী হয়ে আদালতে এই মামলা করেন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হয়রানি মূলক মামলা দিয়ে সাংবাদিকের কন্ঠরোধ করা যায়না। অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিলের আহবান জানান তারা।
জানাগেছে, জনৈক নাছির তার ভাইকে মানসিক ভারসাম্যহীন সাজিয়ে দীর্ঘদিন ধরে শিকল দিয়ে বেঁধে রাখেন। এঘটনায় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন। বাদি নাছির ক্ষিপ্ত হয়ে দু’ সাংবাদিকের বিরুদ্ধে ফেনীর আদালতে একটি হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ফেনীর সাংবাদিকরাও ক্ষোভ প্রকাশ করেন।