এম.টুকু মাহমুদ হরিণাকুণ্ডু থেকে ।।
শিক্ষা নিয়েথাকে নানা আখ্যান যা নিয়ে হয় গল্প, লিখা হয় কবিতা। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয়না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলোকে তুমি বিজয় করতে পারো! তাই তো বলি যে, ভাওবতেও অবাক লাগে সু-দুর গ্রামাঞ্চল থেকে উঠে আসা দেশসেরা উচ্চাঙ্গসংগীতের খুদে শিল্পী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার শামীমা আক্তার আইভি এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় হরিনাকুন্ডু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৮৫ নম্বর পেয়ে উপজেলায় মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। আইভি পর পর দু’বার উচ্চাঙ্গসংগীতে প্রথম হয়ে প্রেসিডেন্ট এ্যাড. আব্দুল হামিদ এবং স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর নিকট থেকে দেশসেরার পদক গ্রহন করে।
উল্লেখ্য সে হরিনাকুন্ডু উপজেলার পারফলসী গ্রামের প্রভাষক বাবুল আক্তার ও জননী মেহেরুন নেছার এক মাত্র আদরের কন্যা। জানাগেছে ভবিষ্যতে সে সংগীতের উপর উচ্চ শিক্ষা অর্জন করতে চাই। তাই তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা কামনা করেছেন।