নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশােরী ধর্ষনের ঘটনায় ধর্ষক রিপন সিকদার (২১) কে আটক করেছে পুলিশ। শনিববার রাত ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার আবদুর রহমান সিকদারের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শনিবার রাত ৮ টার দিকে রিপন সিকদার ও তার মামা হাসান হাওলাদার কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মােজাম্মেল হােসেন জানান, ইটবাড়িয়া এলাকায় পিতার দােকান থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রতিবন্ধী কিশােরী বাড়ী ফেরার পথে স্থানীয় মতি হাওলাদারের গােয়াল ঘরে ঢুকিয়ে কিশােরী কে ধর্ষন করে রিপন সিকদার সহ মামা হাসান হাওলাদার । পরে কিশােরীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষক রিপনকে আটক করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানাে হয়েছে বলে জানান তিনি।